গাজীপুরে ঝুটের গুদামে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
গাজীপুরের কোনাবাড়ীতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাগা ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত ৯টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেছেন তারা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুন পুরোপুরি নেভাতে রাত ৯টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করতে হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা।