গাজীপুরে ডাকাত-পুলিশ গোলাগুলি, এসআইসহ আহত ২
গাজীপুরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলিতে এক এসআইসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদলের এক সদস্য আটক এবং তাদের হাতে জিম্মি চারজনকে উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতদলের সদস্যের নাম মো. শরীফ (২৫)। তিনি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার রুদ্রপুর এলাকার মো. আলমগীরের ছেলে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, জেলার ভাওয়াল জাতীয় উদ্যানের রাজেন্দ্রপুর এলাকায় সশস্ত্র ডাকাতদল কয়েকজনকে জিম্মি করে টাকাসহ বিভিন্ন মালামাল লুট করছে। এ খবর পেয়ে জিএমপির উপপরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের ছোড়া গুলিতে আহত হন এসআই জহিরুল ইসলাম। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য মো. শরীফকে (২৫) আহতাবস্থায় আটক এবং তাদের হাতে জিম্মি চারজনকে উদ্ধার করে। এ সময় সেখান থেকে ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ও টিভিসহ লুণ্ঠিত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আহত এসআই জহিরুল ও ডাকাতসদস্য শরীফকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।
ওসি আলমগীর আরো বলেন, ‘সম্প্রতি ডাকাত শরীফ আদালত থেকে জামিন পেয়ে আবারও এলাকায় ডাকাতি শুরু করেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।’