গাজীপুরে তুলার গুদামে আগুন

Looks like you've blocked notifications!
আজ শনিবার সকালে গাজীপুর মহানগরের এন আর টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। ছবি : এনটিভি

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় এন আর টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লেগেছে। আজ শনিবার সকালে সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে। এর দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, ওই টেক্সটাইল মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ছয় মাস আগে মিলটি চালু করার জন্য চীনের একটি প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব দেওয়া হয়।

গুদামের শ্রমিক ও স্থানীয়রা জানান, হঠাৎ করে আজ সকাল সাড়ে ৬টার দিকে কর্মস্থলে আসার পর বিকট শব্দে বৈদ্যুতিক তারে আগুন ধরতে দেখা যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সালাউদ্দিন জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।