গাজীপুরে পাঁচ শিক্ষক ও তিন পরীক্ষার্থীকে বহিষ্কার
গাজীপুরে এসএসসি পরীক্ষায় অনিয়ম ও নকলে জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার পাঁচ শিক্ষক এবং তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন জেলার বাঘিয়া মমিন স্কুলের কাজী সালাহ উদ্দিন, এফ কে আর আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মইনুল ইসলাম, অরবিটাল এডুকেয়ার স্কুলের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, একই স্কুলের সহকারী শিক্ষক সবুজ মিয়া ও হাতিমারা উইনার্স পাবলিক স্কুলের শিক্ষক আল নাহিয়ান।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলাম বলেন, আজ এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিনে জেলার কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজ কেন্দ্রে পরীক্ষা নীতিমালা বহির্ভূত কাজের জন্য পাঁচ শিক্ষক ও তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ওই শিক্ষকদের এ বছরের এসএসসির অবশিষ্ট পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বিষয়ভিত্তিক শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়ায় ওই কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব মো. আবুল কাশেমসহ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমিন বলেন, আজ এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শেওড়াতলী ভুবেনশ্বরী গার্লস স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী সোহাগ সাহা, তিশা আক্তারসহ তিন পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।