গাজীপুরে পিকআপভ্যান উল্টে দুই ফেরিওয়ালা নিহত

গাজীপুরে পিকআপভ্যান উল্টে দুই ফেরিওয়ালা নিহত হয়েছেন। আজ রোববার সকালের দিকে জেলার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনার কমলাকান্দা থানার মহিষাসুরা এলাকার আনোয়ার হোসেন (৩২) ও একই জেলার দুর্গাপুর থানার মাসকান্দা এলাকার আমির হোসেন (৩০)। তারা দুজন ফেরি করে কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মশিউর রহমান জানান, আজ সকালে কাঁঠাল আনতে ঢাকা থেকে একটি পিকআপভ্যান জেলার শ্রীপুর উপজেলার মাওনায় যাচ্ছিল। পথে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে ফেরিওয়ালা আনোয়ার হোসেন ও আমির হোসেন মাওনা যাওয়ার জন্য পিকআপে উঠেন। তারা রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। এতে আনোয়ার ও আমির ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার এবং পিকআপটি জব্দ করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।