গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর
গাজীপুরের কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০ শ্রমিকের লাশ আজ সোমবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা লাশগুলোর শনাক্ত করেন তাদের স্বজনরা। পরে আনুষ্ঠানিকতা শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে নিহতদের পরিচয় নিশ্চিত হতে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত করা হয় বলে জানান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রণয় ভূষণ দাস।
এদিকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং কারখানার পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহতদের প্রত্যেককে নগদ টাকাসহ চিকিৎসার খরচ বহনেরও ঘোষণা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এ ছাড়া কারখানার পক্ষ থেকে নিহতদের বেতনের সমপরিমাণ অর্থসহ সরকারি নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি তাদের প্রত্যেকের পরিবারকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ কারখানার দুই শ্রমিক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামের আনোয়ার হোসেন ও পার্শ্ববর্তী জামুনা এলাকার মো. হাসান।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।