গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, ১০ জন নিহত
গাজীপুর সদর উপজেলায় একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বাড়িয়া ইউনিয়নের হারিণালে ‘ডিলাক্স ফ্যান’ তৈরির কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গাজীপুরের উপপরিচালক সালাহ উদ্দিন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ‘কারখানাটির তিনতলায় ফ্যান প্যাকেজ করার কার্টন থাকে। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে শ্রমিকরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’
‘আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়ার কারণে তিনতলায় যারা কার্টনের মধ্যে কাজ করছিলেন তাঁরা আর বের হতে পারেননি। ধারণা করা হচ্ছে, ধূঁয়ায় শ্বাসরোধ হয়ে হয়তো ক্যাজুয়ালিটিস বেড়েছে’, যোগ করেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ডিলাক্স ফ্যান কোম্পানির কারো সঙ্গে কথা বলা যায়।
নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।