গাজীপুরে বহুতল মার্কেটে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার ভোরে একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার ভোরে একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ওই মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক।