গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, চালক নিহত  

Looks like you've blocked notifications!
গাজীপুরে আজ রোববার অনন্যা পরিবহণের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। ছবি : এনটিভি

গাজীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসচালককে আটক করেছে।

আজ রোববার সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের হালডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মোশারফ হোসেন (২৭)। তিনি গাজীপুর জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুরের হালডুবি এলাকার জজ মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা হঠাৎ ইউ টার্ন নেয়। এ সময় ঢাকাগামী অনন্যা পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটির সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ সময় চালকসহ বাসটি আটক করা হয়। আটক চালকের নাম আবু বকর। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের পাবুইকান্দি এলাকার বাসিন্দা।