গাজীপুরে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

গাজীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে আল আমিন (৩০) নামের দগ্ধ একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্য জানিয়েছেন।

এসএম আইউব হোসেন বলেন, ‘আল আমিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিলো। ওই দুর্ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

গত ১৩ অক্টোবর সাড়ে ৭টার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাজী ওয়াহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই একটি কাভার্ড ভ্যান গ্যাস নিতে যায়। স্থানীয় একটি কারখানার অর্ধশতাধিক সিলিন্ডার ওই কাভার্ড ভ্যানে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ জন দগ্ধ হন।