গাজীপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের বানিয়ারচালা এলাকায় সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো শেরপুর জেলার চকবন্দি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাত (৩) ও ময়মনসিংহের কামারিয়া গ্রামের মোরশেদ আলীর মেয়ে মিলি আক্তার (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জহিরুল ইসলাম ও মোরশেদ আলীর পরিবার সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন। আজ সকালে জান্নাত ও মিলি বাড়ি থেকে খেলতে বেরিয়ে যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ি পাশের একটি ঢাকনাবিহীন সেপটিক ট্যাঙ্কের ভেতর তাদের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।