গাজীপুরে স্ত্রীকে খুন, স্বামী আটক
গাজীপুরের কাশিমপুরে স্ত্রীকে খুনের ঘটনায় স্বামী মো. সুরুজ মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাশিমপুরের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফিরোজা খাতুন (৪৫)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার বালা নয়াপাড়ার সুরুজ মিয়ার স্ত্রী।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, গতকাল রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী সুরুজ মিয়া স্ত্রী ফিরোজা খাতুনকে পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।