গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
গাজীপুরের বাসন থানা। ছবি : সংগৃহীত

গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন।

নিহত গৃহবধূর নাম মুনশেফা আক্তার (৩০)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী।

নিহত মুনশেফা আক্তারের ভগ্নিপতি আশিক মিয়া জানান, মুনশেফা ও তাঁর স্বামী দুদু মিয়া ভোগড়া বাইপাস এলাকায় কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করতেন। কয়েকদিন ধরে দুজনের মধ্যে ঝগড়া চলছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ওজু করতে যান মনশেফা। ওজু করতে দেরি হওয়ায় দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। বিষয়টি রাতেই পারিবারিকভাবে মীমাংসা করা হয়। এরপর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়লে রাতের কোনো এক সময় মুনশেফাকে হত্যার পর স্বামী পালিয়ে যান। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। সকালে নিহত মুনশেফার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহত গৃহবধূর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্বামী পলাতক রয়েছেন।