গাজীপুরে ১২ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
গাজীপুরের কোনাবাড়ীতে শিশু অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত দুইজন। ছবি : এনটিভি

গাজীপুরের কোনাবাড়ীতে সাত বছরের শিশু নাসিব বাবুকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই অপহরণকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সদর থানার পুটিমারী গ্রামের শাহ আলম (২৮) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষ্মীপুর বড়বাড়ী এলাকার কামাল হোসেন প্রধান (৪৫)।

অপহৃত শিশু নাসিব বাবু রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমতিয়াজ জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গতকাল দুপুরে থানায় জানালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ দুই অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন ওই শিশুটির পরিবার।