গাজীপুরে ২৩ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/25/gazipur-2-25-mar.jpg)
গাজীপুরে গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৩ কেজি গাঁজা জব্দ করা হয়। আজ শুক্রবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়াও ৬৯০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যেরা।
গাঁজাসহ গ্রেপ্তার হওয়া নারীরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাকুয়া মাঝের চর এলাকার সুমি আক্তার (২২), বগুড়ার ধনুটের শামগাতি এলাকার লাইজু আক্তার লাবনী (২২) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বালুয়া এলাকার দীপা আক্তার (২১)। তারা সবাই গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকৈর এলাকার ফারজানা আফরোজের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইলতুৎমিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকায় ফারজানা আফরোজের বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায় গাছা থানা পুলিশ। এ সময় ওই তিন নারীকে আটক এবং তাদের শয়ন কক্ষ থেকে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সামনের সড়কে অভিযান চালায় র্যাব-১-এর একটি টিম। তারা সেখান থেকে ৬৯০ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ আব্দুর শুক্কুরকে (২৫) আটক করে। তার বাড়ি কক্সবাজারে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার র্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।