গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, আক্রান্ত ৪৮

Looks like you've blocked notifications!

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। এছাড়াও নতুন করে ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গাজীপুরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগের ওই সময়ের মধ্যে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, গাজীপুর জেলার পাঁটি উপজেলায় এ পর্যন্ত ৮৪ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১১ হাজার ৪৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ উপজেলায় এ পর্যন্ত সাত হাজার ৫০৯ জন। এ ছাড়াও এ পর্যন্ত জেলার শ্রীপুর উপজেলায় এক হাজার ২১০ জন, কালিয়াকৈরে এক হাজার ১৭৩ জন, কালীগঞ্জে ৮৪৬ জন ও কাপাসিয়ায় ৭২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট সুস্থ হয়েছে ১০ হাজার ২৬৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২১৯ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে গাজীপুরে মোট দুই লাখ ৩১ হাজার ৯২৬ জন করোনার টিকা নিয়েছেন।