গাড়ির ট্যাংকিতে মিলল সাড়ে ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামি সোহেল। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের জ্বালানির ট্যাংকিতে করে পাচারকালে বিপুল ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনার কেওচিঁয়া আঁধারমার দরগা এলাকা থেকে এসব একটি প্রাইভেট কারসহ ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত এই ব্যক্তির নাম মো. সাজ্জাদ প্রকাশ সোহেল (৩১)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে, উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন ও এসআই শেখ সাইফুল আলম ওই এলাকায় প্রাইভেট কারটি তল্লাশি করে। এ সময় প্রাইভেট কারের জ্বালানির ট্যাংকির ভেতর স্প্রাইটের বোতলে লুকিয়ে রাখা ২৩ হাজার ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গুঁড়া করা ইয়াবার পাউডার জব্দ করে। এ সময় সোহেলকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি আনোয়ার হোসেন আরও বলেন, ‘জব্দকৃত ইয়াবার আনুমানিক দাম ৭৬ লাখ টাকা। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’