গায়ে হলুদে বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে ভাইরাল তরুণী
পেছনে সবুজ রঙের পাঞ্জাবি পরে সড়কে সারিবদ্ধভাবে বাইক চালাচ্ছে বন্ধুরা। আর সবার সামনে সেজেগুজে এক তরুণী। সাহসী ভঙ্গিতে বাইক চালাচ্ছেন তিনিও। কারণ, সেদিন ছিল ওই তরুণীর গায়ে হলুদের দিন। আর তাই দিনটি স্মরণীয় করে রাখতে বন্ধুদের সঙ্গে নিয়ে এমন অভিনব পরিকল্পনা করেন তিনি।
এর মধ্যেই সেদিনের সেই বাইক চালানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যান তরুণী।
বাইক চালিয়ে ভাইরাল হওয়া ওই তরুণীর নাম ফারহানা আফরোজ ড্রিমি। যশোর শহরের সার্কিট হাউসপাড়ার বাসিন্দা তিনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেছেন এমবিএ। গত ১৩ আগস্ট ছিল তাঁর গায়ে হলুদ আর ১৪ আগস্ট বিয়ের অনুষ্ঠান।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সঙ্গে বিয়ে হয় ফারহানার। রাফি পাবনার কাশিনাথপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি গাজীপুরে থাকেন।
বাইক চালিয়ে ভাইরাল হওয়া ছাড়াও আরো এক পরিচয় আছে ফারহানার। তিনি একসময়ের জনপ্রিয় নায়িকা ববিতা, সুচন্দা, চম্পার ভাতিজি।
ফারহানার বাইক চালানো শুরু ২০০৭ সাল থেকেই। নিজে যেহেতু বাইক চালাতে পারেন, তাই গায়ে হলুদের দিনটিকে একটু ব্যতিক্রমীভাবে উদযাপনের ইচ্ছা তৈরি হয় তাঁর মধ্যে। তিনি নিজেই বন্ধুদের নিয়ে এ পরিকল্পনা করেন। এ ছাড়া হলুদের অনুষ্ঠান বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করেন ফারহানা।