গুরুতর আহত যশোর পৌর কাউন্সিলর বাবুল
সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল। আজ সোমবার রাত ৯ টার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে দুর্বৃত্তরা তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রথমে আহত বাবুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।
যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মহিউদ্দিন বকুল জানান, বাবুলের মাথার পেছনে ঘাড়ের দিকে কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা হামলাকারিদের শনাক্ত ও আটকের জন্য তৎপরতা চালাচ্ছে।
কাউন্সিলর বাবুলের ভাই টুটুল হোসেনের দাবি—সোমবার রাতে বেজপাড়া কবরস্থানে আফজাল শেখ নামে স্থানীয় এক যুবকের দাফন শেষে বাড়িতে ফিরছিলেন তাঁর ভাই। পথে শঙ্করপুর জিরো পয়েন্ট মোড়ে পৌঁছালে একই এলাকার আসবাবপত্র তৈরির শ্রমিক সাকিব কুড়াল দিয়ে পেছন থেকে আসাদুজ্জামানের মাথার পেছন দিকে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
টুটুল বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যার উদ্দেশে এ হামলা করা হয়েছে।
উল্লেখ্য, রোববার রাতে একইস্থানে সুজন নামে স্থানীয় সন্ত্রাসীর নেতৃত্বে সশস্ত্র হামলায় আফজাল হোসেন শেখ নামে প্রতিপক্ষের এক যুবক খুন হয়। বাবুলের ওপর হামলার ঘটনায় আগের ঘটনার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পুলিশের ধারণা।
এদিকে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. নাজিউর রহমান জানান, তারা আফজাল হত্যা ও কাউন্সিলর হত্যাচেষ্টার ঘটনাটি ছায়া তদন্ত করছেন।