গুলশানের স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপ, ডিএনসিসির মামলা
রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালানোর পর মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২ এর ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর আবাসিক ভবনের ওই স্পা সেন্টারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এই মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে গুলশান থানার পরিদর্শক শাহানুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
শাহানুর রহমান বলেন, ‘গুলশান থানায় গতকাল বুধবার রাতে মামলা করেছে ডিএনসিসি। মামলায় স্পা সেন্টারের মালিক, ব্যবস্থাপক ও স্পা সেন্টারের ফ্ল্যাটের মালিককে আসামি করা হয়েছে। মামলাটি আমরা তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলার আসামিরা হলেন—স্পা সেন্টারের মালিক হাসানুজ্জামান ওরফে হাসান, তাঁর স্ত্রী ও স্পা সেন্টারের ম্যানেজার সাইনুর আক্তার পায়েল ও ফ্ল্যাটের মালিক এটিএম মাহাবুবুল আলম।
গতকাল দুপুরে ওই স্পা সেন্টারে ডিএনসিসির অভিযানে আটক করা হয় সাত নারীকে। পরে তাদের বিরুদ্ধে দেহব্যবসা করার অভিযোগ এনে ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী প্রসিকিউশন ইউনিটের হাতে তুলে দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, গুলশানের স্পা সেন্টারে অভিযানের ঘটনায় ডিএনসিসির প্রসিকিউশন কর্মকর্তা (অঞ্চল-৩) আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযোগ আনা হয়—অভিযুক্তরা সংঘবদ্ধভাবে অনৈতিক উপায়ে লাভবান হওয়ার জন্য দেহব্যবসা চালাচ্ছিল। এ অভিযোগে সেখানে অভিযান চালানো হয়েছিল।
গতকাল গুলশানের ওই স্পা সেন্টারে ডিএনসিসির অভিযানের সময় দুই নারী ছাদ থেকে লাফ দেয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর চিকিৎসক এক তরুণীকে মৃত ঘোষণা করেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ওই নারীর মৃত্যুর বিষয়ে শাহানুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহত তরুণীর মা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। অন্য কোনো কারণ থাকলেও তা আমরা তদন্ত করে দেখব।’