গুলিস্তানের বিস্ফোরণ : আরও একজন মারা গেছেন

Looks like you've blocked notifications!
গুলিস্থানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. মুসা (৪৭) নামের আরও একজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (৮ মার্চ) রাত ১১ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামান্ত লাল সেন জানান, মুসার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ ছিল। তাঁর শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

গত মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনের দেওয়াল ও গ্লাস ভেঙে পড়ে অনেকে আহত হন। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে।