গৃহহীনদের ঘর পরিদর্শনকালে প্রকল্প কর্মকর্তার ওপর হামলা, আটক ৫

Looks like you've blocked notifications!
শরীয়তপুরে নড়িয়ার ভাজেশ্বর মৌজায় আশ্রয়ন-২ প্রকল্প ও ইনসেটে হামলায় আহত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হাসান। ছবি : এনটিভি

শরীয়তপুর নড়িয়া উপজেলার ভাজেশ্বর ইউনিয়নের ২৮ নম্বর ভাজেশ্বর মৌজায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন খোকন ছৈয়াল, বোরহান গোরাপী, সোহেল রানা তালুকদার, লিটন গোরাপী ও আব্দুর রব বেপারী।

নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হাসান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৩২টি গৃহ নির্মাণের কাজ চলছিল ওই এলাকায়। জমিটি খাস খতিয়ানভুক্ত। স্থানীয় মৃত সদর গোরাপী নামের এক ব্যক্তির ছেলেরা জমিটি তাদের দাবি করে বিভিন্ন সময় কাজে বাধা দিয়ে আসছিলেন। গতকাল আবার কাজ বন্ধ করে দেয় ওই দাবিদাররা। আজ শুক্রবার আমি ও আমার সহযোগী কর্মচারীদের নিয়ে গৃহ নির্মাণ বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করতে যাই। এ সময় ওই ব্যক্তিরা রামলা, বল্লব, ছেন, বাঁশের লাঠি দিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে রক্তপাত হয় ও শরীরের কয়েকটি স্থানে মারাত্মক জখম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা পাঁচজনকে আটক করেছি।’