গৌরীপুরে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে বাড়িতে আগুন
ময়মনসিংহের গৌরীপুরে কৃষক আবুল কালামকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল গফুর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে গ্রামবাসী। অগ্নিকান্ডে অভিযুক্ত গফুর মিয়ার বসতবাড়ির চারটি ঘর ও গো-খাদ্যের পালা ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে গৌরীপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাত দশটার দিকে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
গোরীপুর থানার ওসি মাহমুদুল হাসান এবং ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন টিমের প্রধান মো. হুমায়ুন কবির আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরে আবুল কালাম (৫০) নামে এক কৃষককে মোটরবাইক থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে গফুর মিয়ার লোকজন। গৌরীপুরের সহনাটি গ্রামে এই ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেছেন, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।