গোপন বৈঠককালে সাতক্ষীরায় জামায়াতের ১০ নারীকর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় গোপন বৈঠককালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রেপ্তারকৃতদের কয়েকজন। ছবি :এনটিভি

নাশকতার লক্ষ্যে জড়ো হওয়া জামায়াতের ১০ নারীকর্মীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে ৩৩টি জিহাদি পুস্তক। তারা সবাই জামায়াতে ইসলামী বাংলাদেশের রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী বলে পুলিশ জানিয়েছে। 

গ্রেপ্তারকৃতরা নারী কর্মীরা হলেন সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন (৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)।

আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের বাড়িতে গোপন বৈঠককালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালাই। গোপন বৈঠক চলাকালীন ওই ১০ নারীকে হাতেনাতে গ্রেপ্তার করি। তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন।

তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।