‘গোপন বৈঠক’ থেকে ২৬ নারী জামায়াতকর্মী আটক
কুষ্টিয়া সদর উপজেলার একটি গ্রাম থেকে ২৬ নারীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক নারীরা সবাই জামায়াতে ইসলামীর সদস্য। তারা গোপন বৈঠক করছিলেন। এ সময় আরো এক পুরুষ সদস্যকেও আটক করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চৌড়হাঁস এলাকার ক্যানেলপাড়ার মাহাবুবুর রহমানের বাড়ি থেকে সবাইকে আটক করা হয়।
আটকৃকতদের কাছ থেকে নগদ টাকা, ১৭টি মোবাইল ফোন, সিডি, চাঁদা আদায়ের রশিদ বই এবং বিভিন্ন ধরনের জিহাদি বই জব্দ করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি, চৌড়হাঁস এলাকার ক্যানেলপাড়ায় ২০১৫ সালের নাশকতা মামলার আসামি জামায়াত ইসলামের রোকন মাহাবুবুর রহমানের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে জামায়াতের কিছু নারী কর্মী গোপনে বৈঠক করছে। তারপর অভিযান চালিয়ে মাবুবুর রহমান ও তাঁর স্ত্রী নাসিমা খাতুনসহ আরো ২৫ নারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।