গোপালগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাস্তবায়নে মানববন্ধন

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তাকে দুর্নীতিবাজ, ঘুষখোর আখ্যা দিয়ে তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। 

গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘কোটালীপাড়ার সর্বস্তরের সেবাবঞ্চিত জনগণ’ এর ব্যানারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

এ সময় নিজেদেরকে সেবাবঞ্চিত দাবি করে হাফিজুর রহমান হাজরা, শাহীন শেখ, আসিকুর রহমান, শফিকুল ইসলাম বক্তব্য দেন। তারা হাতে হাত ধরে এ কর্মসূচি পালন করেন। 

এ মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায়। 

হাফিজুর রহমান হাজরা বলেন, ডা. নন্দা সেন গুপ্তা একজন ঘুষখোর, দুর্নীতিবাজ কর্মকর্তা। তার দুর্নীতির কারণে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে ঢাকার পাবলিক হেলথ এন্ড হসপিটাল  এডমিনিস্ট্রেশন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) সহকারী অধ্যাপক হিসেবে বদলি পদায়ন করা হয়। এই বদলির আদেশে তাকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তিনি বদলিকৃত স্থানে যোগদান না করে এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস করছেন। তাই আমরা তার এই বদলির আদেশ দ্রুত বাস্তবায়ন চাই। 

ডা. নন্দা সেন গুপ্তা বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বদলি পদায়ন হলেও লিখিত আদেশ না পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি সাপেক্ষে আমি এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি।’