গোপালগঞ্জে করোনার টিকা দিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/17/gopalganj_news_pic.jpeg)
গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ধরে নিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে করোনার টিকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জে করোনার টিকা দিতে পুলিশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে আজ বৃহস্পতিবার জেলা পুলিশ করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, জেলার অনেক মানুষ এখনও কোভিড-১৯-এর টিকা গ্রহণ করেনি। তাই আজ শহরের চৌরঙ্গী, লঞ্চঘাট, ফলপট্টি, কাঁচাবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৯ জন ভাসমান মানুষকে টিকার উপকারিতার কথা বুঝিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আগামীতেও গোপালগঞ্জ জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।