গোপালগঞ্জে করোনা আক্রান্ত এক হাজার ছাড়াল
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একজন। এ সময়ের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১২ জন।
জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭৩ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছে ১৬ জন।
আজ রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, ‘নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়ায় তিনজন, মুকসুদপুরে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বসতবাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।’
সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত ছয় হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮, কোটালীপাড়ায় ১৫১, কাশিয়ানীতে ১৮৩ ও মুকসুদপুরে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৮ জন।