গোপালগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত
গোপালগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ফাইজার মিয়া (৩৪) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন ভ্যানচালক স্বপন মোল্লা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজার মিয়া (৩৪) সদর উপজেলার সুকতাইল গ্রামের নিজাম উদ্দিন মিয়ার ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ জানান, ঘটনাস্থলে অমৃত ফুড কোম্পানির একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী ফাইজার ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হন ভ্যানচালক।
আহত ভ্যানচালককে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ফাইজারের লাশ হস্তান্তর করা হয়েছে।