গোপালগঞ্জে খালে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ জেলা শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

গোপালগঞ্জ জেলা শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গেটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্ররা হলো শহরের গেটপাড়ার বাসিন্দা সেলিম খোন্দকারের ছেলে নাবিল খোন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিন সহপাঠী বন্ধু হৃদয় মীর, নাবিল খোন্দকার আরমান ও আপন গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় পানির গভীরে আরমান ও হৃদয় ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপনও (১১) পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং আপনকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরে স্থানীয়দের সতায়তায় গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।