গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে মৃত সজল রায়ের খণ্ডিত মরদেহ। ছবি : এনটিভি

গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে সজল রায় (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৬টার দিকে জেলার সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল রায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের গুরুপদ রায়ের ছেলে। তিনি জনতা ব্যাংক সদর উপজেলার সাতপাড় শাখার ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন সজল। এ সময় দেহ থেকে কাঁধের উপরের আলাদা হয়ে যায়। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনতা ব্যাংক সাতপাড় শাখার ম্যানেজার সমর রায় বলেন, ‘গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাংকে অনুপস্থিত ছিলেন সজল। আজ সকালে ট্রেনে কাটাপড়ে তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছি।’