গোপালগঞ্জে ঢাকাফেরত ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়। ছবি : এনটিভি

গোপালগঞ্জে করোনায় নতুন করে ঢাকাফেরত পাঁচজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এর মধ্যে ৪৯ জন সুস্থ হয়েছে। একজন মারা গেছে। আক্রান্ত ৭৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন।

 

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় কোটালীপাড়া উপজেলায় পাঁচজন আক্রান্ত হয়েছে। এরা সবাই ঢাকা থেকে কোটালীপাড়া এসেছেৱ। আক্রান্তদের কোটালীপাড়া আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় এক চিকিৎসকসহ ৩০ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৬ জন, সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ২৭ জন ও টুঙ্গিপাড়ায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরতরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে সিভিল সার্জন জানান।