গোপালগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় মালেকা বেগম নামে এক নারী নিহত হন। ছবি : এনটিভি  

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মালেকা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মালেকা বেগমের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে।

এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পালের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ‘ওই নারী রাস্তা পারাপারের সময় ফাল্গুনী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তবে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

এদিকে, এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবিরের অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল।