গোপালগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, এক বছরের জেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/14/gopaalgnyj.jpg)
গোপালগঞ্জে ভুয়া ডাক্তার গোলাম মাসুদ মৃধাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়গনস্টিক সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মামুন খানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত তাঁর কাগজ দেখতে চাইলে তিনি বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ বিএমএ’র প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।