গোপালগঞ্জে মাদকবিরোধী হাফ ম্যারাথন অনুষ্ঠিত
গোপালগঞ্জে ‘সুস্বাস্থ্য করব অর্জন, মাদক করব বর্জন’ স্লোগানে মাদকবিরোধী হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয় থেকে ‘সোয়ান হাফ ম্যারাথন -২০২০’ শুরু হয়। বৌলতলী এলাকা দিয়ে ২১ কিলোমিটার ঘুরে সকাল সাড়ে ৯টায় ওই স্কুলে এসে ম্যারাথন শেষ হয়।
গোপালগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার ৩০৯ জন অ্যাথলেট এতে অংশ নেন। এর মধ্যে ছিলেন ২৮৮ জন পুরুষ ও ২১ জন নারী। পুরুষদের মধ্যে ঢাকার মো. ইমন হোসেন, গোপালগঞ্জের জামীম শেখ ও ঢাকার মাহফুজ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।
নারীদের মধ্যে ঢাকার সাদিয়া ইসলাম মোনা প্রথম, হামিদা আক্তার জেবা দ্বিতীয় ও রেশমা নাহার রত্না তৃতীয় স্থান অর্জন করেন।
পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও অংশ গ্রহণকারীদের মধ্যে মেডেল পরিয়ে দেন সোয়ান গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের মালিক মো. খবির উদ্দিন খান ও মাঝিগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুল।