গোপালগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সাবেক ছাত্রনেতার সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি ও জিএস মো. আলিমুজ্জামান আলিম। ছবি : এনটিভি

গোপালগঞ্জে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি ও জিএস মো. আলিমুজ্জামান আলিম।

গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত আজ বৃহস্পতিবার সকালে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলিমুজ্জামান আলিম বলেন, ‘গত ৮ মে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে গোপালগঞ্জের সংসদ সদস্য  শেখ ফজলুল করিম সেলিম ও তার ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের নামে অশোভন কথা লিখে পোস্ট করা হয়। বিষয়টি জেনে আমি থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমার প্রতিপক্ষ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল ইসলাম আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান নষ্ট করার লক্ষ্যে আমাকে বিবাদী করে মামলা দায়ের করেন এবং আমি গ্রেপ্তার হই। পরে আদালতের আদেশে ফরেনসিক রিপোর্টে আমি বা আমার পরিবার জড়িত নয় বলে প্রমাণিত হয় এবং আমি জামিনে মুক্তি পাই। প্রশাসনের কাছে আমার দাবি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।