গোপালগঞ্জে সাংবাদিক আমির হামজার দাফন সম্পন্ন
সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার এসএম আমির হামজার দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের গেটপাড়া পৌর কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় দফা জানাজা শেষে মরহুমের লাশ গেটপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে আজ সকাল ৯টায় গোপালগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার রাতে ঢাকায় সময় টিভির কার্যালয় প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসএম আমির হামজা কিডনিজনিত কারণে গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আমির হামজার মৃত্যুতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।