গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মধ্যে সংঘর্ষে আমির হামজা সরদার (২৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বড় ভাই রোমান সরদার আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা সরদার ফুকরা গ্রামের ইদ্রিস আলী সরদারের ছেলে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, দুপুর ১২টার দিকে আমির হামজা সরদার ও তাঁর বড় ভাই রোমান সরদার (৩০) মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। ফুকরা বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আমির হামজা ও তাঁর ভাই রোমান আহত হন। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের একদল পুলিশ তাদের উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভর্তির কিছু সময় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমির হামজার মৃত্যু হয়। রোমান সরদার সেখানে চিকিৎসা নিচ্ছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আমির হামজার লাশ পরিবরের কাছে হস্তান্তর করা হয়েছে।