গোপীবাগে সংঘর্ষের সময় গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১
রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে দুপক্ষের সংঘর্ষের সময় গুলি ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে গুলি চালানো সেই অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬ জানুয়ারি গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবর্ষণের ঘটনায় ডিবি পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।