গোপীবাগে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
রাজধানীর গোপীবাগে আর কে মিশন রোডে গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগে করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহম্মেদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোহেল, তুহিন, ফারুক, বিল্লাল ও মুন্না।

ডিসি শাহ ইফতেখার আহেম্মদ বলেন, ‘গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাকসুদ আহম্মেদ গতকাল  রাতে একটি মামলা করেন। ওই মামলায় পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি।’

উপকমিশনার আরো বলেন, ‘পাঁচজনের ভেতরে চারজন এজাহারনামীয় আসামি আর একজন সন্দেহভাজন। সন্দেহভাজন আসামি মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে সংশ্লিষ্টতা পেয়ে। আমরা সবাইকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। আদালত রিমান্ড মঞ্জুর করলে আরো তথ্য পাওয়া যাবে।’

গোপীবাগে আর কে মিশন রোডে গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ দুই দলের বেশ কয়েকজন আহত হন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ, গতকাল নির্বাচনী প্রচার শেষে তাঁর গোপীবাগের বাসায় ফেরার পথে আওয়ামী লীগের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাঁর আহত এক কর্মী গতকাল ওয়ারী থানায় মামলা করতে গেলেও পুলিশ নেয়নি।