গোলাম হোসেন শিকদারকে খুঁজছেন অসুস্থ মা-বাবা
রাজধানীর খিলগাঁওয়ের রিয়াজবাগের বাসা থেকে মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান গোলাম হোসেন শিকদার। এরপর আর তাঁর কোনো খোঁজ মেলেনি। তাঁর দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ রয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি বাসা থেকে বের হন গোলাম হোসেন শিকদার। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। কোনোভাবেই তাঁকে না পাওয়ায় ঘটনার তিন দিন পর রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের শ্যালিকা মাহমুদা খাতুন সুমি।
জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ গোলাম হোসেন শিকদারই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বাসায় তাঁর মা-বাবা দুজনই অসুস্থ।
জিডিতে বলা হয়, ৪২ বছর বয়সী শিকদার ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা এবং তাঁর গায়ের রং শ্যামলা। ৮ ফেব্রুয়ারি বাসা থেকে বের হওয়ার দিন শার্ট ও প্যান্ট পরিহিত ছিলেন তিনি।
কেউ গোলাম হোসেন শিকদারের খোঁজ পেলে তাঁর স্বজন মো. সাইফুল ইসলামের মোবাইল ফোন ০১৯১১১৩১৬২৮ নম্বরে বা রামপুরা থানায় জানানোর অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।