গোসলে নেমে ভৈরবে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুদের সাথে গ্রামের বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র হাফেজ রায়হান মিয়ার (১৬) লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটপী গ্রামের মনোহরপুর এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। রায়হান ভৈরবের কমলপুর দারুল উলুম মাদ্রাসার ‘হেফজ’ বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজ শনিবার সকাল ১১টার দিকে মনোহরপুর এলাকার ওই বিলেই তার লাশ ভেসে ওঠে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পিছনের বিলের পানিতে বন্ধুদের সাথে গোসল করতে নামে রায়হান। পরে সাঁতার কাটার এক পর্যায়ে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। এ সময় অনেক খোঁজাখুঁজি করেও রায়হানকে উদ্ধার করা যায়নি।
পরে খবর পেয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েও সন্ধান পাননি রায়হানের। আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় বিল থেকে রায়হানের লাশ উদ্ধার করা হয়।
নিহত রায়হানের চাচাতো ভাই আব্দুর রহমান জানান, তার চাচা মাসুদ মিয়া পরিবার পরিজন নিয়ে ভৈরব শহরে থাকেন। কোরবানির ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার দুপুরের দিকে বসত বাড়ির পিছনে বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রায়হান। আজ স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব বাজার নদী ফায়ার স্টেশনের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, ঘটনার দিন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৫-৬ ঘণ্টা খোঁজাখুঁজি করে মরদেহের সন্ধান পাওয়া যায়নি।