গ্রেপ্তারের একদিন পরই কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের হেলপারের জামিন

কৃষ্ণা রায়কে চাপা দেওয়া ট্রাস্ট ট্রান্সপোর্ট বাসের চালকের সহকারী (হেলপার) বাচ্চু মিয়াকে গ্রেপ্তারের একদিনের মাথায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।
এর আগে গতকাল শুক্রবার বাস চালকের সহকারী বাচ্চু মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১ সেপ্টেম্বর ট্রাস্ট পরিবহনের বাসচালক মোরশেদকে রাজধানীর মিরপুর এলাকার কাজীপাড়া থেকে গ্রেপ্তার করে পিবিআই ঢাকা মেট্রোপলিটন উত্তরের একটি দল। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক। গত ২৭ আগস্ট দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ের ফুটপাতে হাঁটছিলেন কৃষ্ণা রায়। তখন ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া গতির একটি বাস রাস্তা থেকে ফুটপাতে উঠে তাঁকে চাপা দেয়। এতে তাঁর বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।