ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে আজ রোববার সকালে এক ঘণ্টা বন্ধ থাকার পর ৮টা ২০ মিনিটে ফেরিসহ সব নৌ-যান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌআরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় ৭টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টা পর সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এই সময়ে উভয় পাড়ের ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রীবাহী পরিবহনসহ শতাধিক যানবাহন। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোটো বড়ো মিলে ১৫টি ফেরি চলাচল করে।