ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে হয়েছে। ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফলে ফেরি ছাড়াও নৌপথে চলাচলকারী ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে তিন শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শতশত যাত্রীদের। অন্যদিকে, হঠাৎ কুয়াশা পড়ায় পারাপাররত চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, গতকাল দিবাগত রাতে ঘন কুয়াশা পড়ায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসে। ফলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

সাফায়েত আহমেদ আরো জানান, এই নৌপথের মোট ১৭টি ফেরির মধ্যে চারটি ফেরি মাঝ পদ্মায় ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।