ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধ
পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে প্রতিদিনই শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে আবারো নৌপথটিতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।
এর ফলে মাঝ নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অন্যদিকে, কুয়াশা পড়ায় নদী পারাপাররত পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী জানান, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। এর ফলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
আহম্মেদ আলী আরো জানান, নৌপথের মোট ১৭টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি মাঝ পদ্মায় ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।