ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত সিরাজগঞ্জের মানুষ

Looks like you've blocked notifications!
ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর শৈত্য প্রবাহে বিপর্যস্ত সিরাজগঞ্জের সাধারণ মানুষ। ছবি : এনটিভি

ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর শৈত্য প্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের সাধারণ মানুষ। গত তিন দিন সূর্যের মুখ দেখেনি সিরাজগঞ্জের মানুষ। কনকনে ঠাণ্ডায় চরম ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। সেই সঙ্গে শীতজনিত রোগী বাড়ছে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। প্রচণ্ড শীতে ঠাণ্ডাজনিত রোগ দেখা দিয়েছে। দরিদ্র ও শ্রমজীবীরা মানুষরা পড়েছে চরম দুর্ভোগে।

কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও অঞ্চলিক সড়ক দিয়ে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।