ঘরে থাকাই একমাত্র উপায় : হানিফ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ায় আজ শুক্রবার দুপুরে হাসপাতালে করোনা সংক্রমণ রোধে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারণ না করলেও আমরা শঙ্কিত। এই ভাইরাস থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা। ঘরে থাকার বিষয়টি নিশ্চিত হলেই কেবল এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে করোনা সংক্রমণ রোধে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

সভায় হানিফ চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কুষ্টিয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ড আয়োজিত অসহায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হানিফ।