ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা

Looks like you've blocked notifications!
সিত্রাংয়ের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার রাজধানির ধানমণ্ডি, মিরপুর রোড, জিগাতলা, কালশী, বংশাল, ফকিরাপুল, জিয়া সরণি, মালিবাগ, বনানী, মিরপুর, নয়াপল্টনসহ বেশকিছু এলাকায় দেখা যায় এই জলাবদ্ধতা।

সিত্রাংয়ে একটানা মাঝারি ও ভারি বর্ষণে রাজধানীর অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। এ ছাড়া বনানী, ধানমণ্ডি ও ঝিগাতলায় রাস্তায় ওপর গাছ পড়ে থাকতে দেখা গেছে। এতে করে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টিতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অধিকাংশ বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিচতলার বাসিন্দারা। পরিবার–পরিজন নিয়ে অনেকেই খাটের ওপরে বসে সময় কাটিয়েছেন। জমে থাকা বৃষ্টির পানিতে দুর্ঘটনার আশঙ্কায় কিছু কিছু ভবনের বিদ্যুৎ–সংযোগও বিচ্ছিন্ন রেখেছেন ভবনমালিকেরা।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজও সারা দিন বৃষ্টিপাত হতে পারে।