ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অনুদান দিলেন বিএনপিনেত্রী শামা ওবায়েদ
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ রোববার দুপুরে তিনি এ আর্থিক অনুদান দেন।
জানা গেছে, শামা ওবায়েদ আজ গহেরপুর, বিবিরকান্দি, ধুতরাহাটিসহ আশপাশের গ্রামগুলো সরেজমিনে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখে তাদের মধ্যে এক লাখ টাকা অনুদান দেন। তিনি দুর্গতদের খোঁজখবর নেন এবং বিএনপির নেতাকর্মীরা বিপদে-আপদে সব সময় তাদের পাশে ছিল এবং থাকবে বলেও আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এ সময় শামা ওবায়েদ অভিযোগ করেন। তিনি বলেন, এই মুহূর্তে বিশেষ করে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোর বিধ্বস্ত বাড়িঘর মেরামতে সরকারের সাহায্য করা উচিত।
এ সময় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন, তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার সকালে আকস্মিক ঝড়ে সেখানকার ছয়টি গ্রামের প্রায় দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় এবং গাছপালা উপড়ে যায়। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় এখনও অনেক পরিবার খোলা আকাশের নিচে রাতযাপন করছে।
অপরদিকে বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরকান্দা ওবায়েদ চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামা ওবায়েদ। সভায় সালথা ও নগরকান্দা উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।